ট্রেনে কি দাঁড়িয়ে নামাজ পড়তে হবে
প্রশ্ন ট্রেনে সবসময় দাঁড়িয়ে নামাজ পড়া যায় না। যখন দাঁড়িয়ে পড়া যায় না তখন কি বসে নামাজ পড়া যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
ট্রেনেও দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। প্রয়োজনে কোন কিছু ধরেও দাঁড়াতে পারবে। যদি তারপরও দাঁড়াতে না পারে তাহলে বসে নামাজ পড়তে পারবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
صل قائما فإن لم تستطع فقاعدا
‘তুমি দাঁড়িয়ে নামাজ পড়। যদি না পার তাহলে বসে নামাজ পড়।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৩৭২]
বাদায়েউস সানায়ে ১/২৯১; রদ্দুল মুহতার ২/১০২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15771&preview=true