ইবাদাতে কেমন মনোযোগ থাকা উচিত
প্রশ্ন
আমরা যে ইবাদাত করি, তাতে তো অনেক সময় মনোযোগ থাকে না। জানতে চাই, ইবাদাতে কেমন মনোযোগ থাকা উচিত?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
ইবাদাতে কেমন মনোযোগ থাকা উচিত, নিম্নোক্ত হাদিস থেকে বিষয়টি বুঝে আসবে। হাদিস শরিফে এসেছে- أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ ‘তুমি এমনভাবে ইবাদত কর যেন তুমি আল্লাহকে দেখছ। আর তুমি যদি আল্লাহকে না-ও দেখ তবে আল্লাহ তো তোমাকে অবশ্যই দেখছেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ৮] তবে এতটুকু মনোযোগ আনতে না পারলেও যথাসম্ভব চেষ্টা করে যেতে হবে, যেন সর্বোচ্চ মনোযোগ ধরে রাখা যায়।আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15619&preview=true