ড্রাইভারের জরিমানায় মালিক শরীক হবে কি

প্রশ্ন                                                                                                         

আমার অনেকগুলো সিএনজি আছে সেগুলো ভাড়ায় দিয়ে থাকি কখনো কখনো চালকরা আমার অনুমতি লঙ্ঘন করে গাড়ি চালায় এবং পুলিশের অন্যায় মামলার ঝামেলায় পড়ে সব ক্ষেত্রে কি তাদের যে জরিমানা আসবে সেগুলোতে আমারও শরীক থাকতে হবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

না, যেহেতু আপনি তাদেরকে নিষেধ করে দিয়েছেন সেহেতু এ সব মামলার জরিমানায় আপনাকে শরীক থাকতে হবে না। আর ড্রাইভারদের জন্যও আপনার নিষেধ অমান্য করা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

المسلمونَ على شروطِهم

‘মুসলমানগণ তাদের শর্ত অনুযায়ী চলবে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৯৪]

মাজমাউল আনহুর ৩/৫২৫; শরহু মুখতাসারিত তাহাভী ৩/৩৯৪

তবে কারও জন্য অন্যায় মামলা দেওয়াও ঠিক নয়।

মাজমাউল আনহুর ৩/৫২৫; শরহু মুখতাসারিত তাহাভী ৩/৩৯৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15617&preview=true