নারীদের জন্য মেহেদি ব্যবহারের বিধান কী  

প্রশ্ন                                                                                                         

নারীদের মেহেদি ব্যবহারে কোন নিষেধাজ্ঞা আছে কি? দলিল সহ জানাবেন।

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নারীদের জন্য মেহেদি ব্যবহার করা উত্তম। তবে মেহেদি ব্যবহার করে পরপুরুষকে দেখালে সেটা গুনাহের কারণ হবে। হাদিস শরিফে এসেছে- عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: أَوْمَتْ امْرَأَةٌ مِنْ وَرَاءِ سِتْرٍ بِيَدِهَا كِتَابٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبَضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ فَقَالَ: مَا أَدْرِي أَيَدُ رَجُلٍ أَمْ يَدُ امْرَأَةٍ قَالَتْ: بَلِ امْرَأَةٌ قَالَ: لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظْفَارَكِ يَعْنِي بِالْحِنَّاءِ

‘আয়িশা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, এক মহিলা পর্দার আড়াল থেকে একটি পত্র রাসূলুল্লাহ (সা.)-এর দিকে বাড়িয়ে দিলো। রাসূলুল্লাহ (সা.) তাঁর হাত না বাড়িয়ে বললেন: আমি বুঝতে পারছি না এটা কোনো পুরুষের হাত না কি নারীর হাত? সে বললো, বরং নারীর হাত। রাসূল (সা.) বললেন: তুমি মহিলা হলে অবশ্যই তোমার নখগুলো মেহেদীর রঙ দ্বারা রঞ্জিত করতে। (আবু দাউদ, হাদিস: ৪১৬৬)

আরেক হাদিসে এসেছে-

أَنَّ امْرَأَةً أَتَتْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَسَأَلَتْهَا عَنْ خِضَابِ الْحِنَّاءِ، فَقَالَتْ: لَا بَأْسَ بِهِ، وَلَكِنْ أَكْرَهُهُ، كَانَ حَبِيبِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ رِيحَهُ

‘এক মহিলা আয়িশা (রা.) এর কাছে মেহেদী লাগানো বিষয়ে জিজ্ঞেস করলেন৷ তিনি জবাবে বললেন: এতে কোন সমস্যা নেই। কিন্তু আমি অপছন্দ করি৷ কেননা আমার প্রিয় রাসূলুল্লাহ (সা.) মেহেদীর ঘ্রাণ অপছন্দ করতেন।’ (আবু দাউদ, হাদিস: ৪১৬৪) 

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15578&preview=true