ফাসেকের পিছনে নামাজ পড়া যাবে কি
প্রশ্ন
ফাসেকের পিছনে নামাজ পড়া যাবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফাসেকের পিছনে নামাজ পড়া মাকরুহ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন- রাসূল (সা.) ইরশাদ করেন: وَلَا يَؤُمَّ فَاجِرٌ مُؤْمِنًا. ‘কোন ফাসেক-পাপাচারী যেন মু’মিন ব্যক্তির ইমামতি না করে।’ (ইবনু মাজাহ, হাদিস: ১০৮১) তবে কাছাকাছি স্থানে অন্য কোন মুত্তাকী ইমাম পাওয়া না গেলে এই ফাসেক ইমামের পিছনে নামাজ পড়াই উচিত হবে। তাহতাবী, পৃ. ২৪৪, রদ্দুল মুহতার ১/৫৬২আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15560&preview=true