মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে ঋণ পরিশোধ করলে কম দেওয়া যাবে কি
প্রশ্ন
এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা দিয়ে আমি একটি গরু কিনেছি। ২০ হাজার টাকা নগদ পরিশোধ করেছি। আর বাকি ২০ হাজার টাকা ৩ মাস পরে দিব। এক মাস পরে তিনি আমার কাছে বাকি বিশ হাজার টাকা চাওয়ায় আমি তাকে বলেছি, এখন নিলে দশ হাজার টাকা নিতে হবে। বাকি দশ হাজার টাকা আর পাবেন না। তিনি রাজি হয়েছেন। এখন আমার জন্য কি এমন করা জায়েয আছে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, উল্লিখিত কার্যক্রম সঠিক হয় নি। বরং সময়ের আগে টাকা দিতে চাইলও পূর্ণ টাকা দিতে হবে। হাদিস শরিফে এসেছে, কায়েস (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে ওমর (রা.)কে জিজ্ঞেস করলাম যে, আমরা ব্যবসার পণ্য নিয়ে বসরা ও শামে যাই। এগুলো আমরা বাকিতে বিক্রি করি। অতপর আমরা সেখান থেকে চলে আসার সময় হলে ক্রেতারা বলে, বিক্রিত মূল্য থেকে কিছু টাকা কম নিন তাহলে অবশিষ্ট টাকা আমরা এখনই আদায় করে দিব। এ সম্পর্কে আপনার মতামত কী? একথা শুনে আবদুল্লাহ ইবনে ওমর (রা.) তিনবার আমার বাহু চেপে ধরে মানুষকে উদ্দেশ্য করে বললেন, দেখ, এই ব্যক্তি আমাকে সুদ গ্রহণের ফতোয়া দিতে আদেশ করছে। তখন আমি বললাম, না। আমি তো এ ব্যাপারে আপনার কাছ থেকে শরঈ হুকুম জানতে চাচ্ছি। তখন তিনি বললেন, না। এ ধরনের কারবার বৈধ হবে না। [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ১৪৩৬৮] আলমুগনী ৭/২১; বুহুছ ফী কাযায়া ফিকহিয়্যাহ মুআছিরা ১/২৫আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15499&preview=true