লাশ দেখে দাঁড়ানো কি মুস্তাহাব

প্রশ্ন                                                                                                         

এক ব্যক্তি বললেন, কারও লাশ যেতে দেখলে তার সম্মানার্থে দাঁড়ানো মুস্তাহাব বিষয়টি কি সঠিক?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

লাশ দেখে দাঁড়ানোর ব্যাপারে একটি হাদিস রয়েছে। হাদিস শরিফে এসেছে- ‘জাবের (রা.) বর্ণনা করেন, একদিন আমাদের পাশ দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তা দেখে রাসূলুল্লাহ (সা.) দাঁড়িয়ে গেলেন। তাঁর দেখাদেখি আমরাও দাঁড়ালাম। আমরা তাঁকে বললাম, ‘ইয়া রাসূলাল্লাহ! এ তো এক ইহুদির লাশ!’ রাসূলুল্লাহ (সা.)  বললেন, ‘যখন কোনো লাশ নিতে দেখবে, তখন দাঁড়াবে।’ [সহিহ বুখারি, হাদিস: ১৩১১] তবে এ সংক্রান্ত অন্যান্য হাদিসের সমন্বয় করে ফুকাহায়ে কেরাম বলেন:  এই নির্দেশটি দাঁড়ানোর আদেশটি রহিত হওয়ার পূর্বের। তাই এখন আর দাঁড়ানো মুস্তাহাব নয়। ফাতহুল মুলহিম : ৩/১২৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15461&preview=true