অভিভাবক বিবাহ দিতে দেরি করলে করণীয় কী
প্রশ্ন
আমার এক বান্ধবীর অনেক বয়স হয়ে যাচ্ছে। কিন্তু পরিবার থেকে বিয়ের ব্যাপারে কোন ফিকির করছে না। এ ব্যাপারে সে কী করতে পারে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিয়ের উপযুক্ত হয়ে যাওয়ার পর বিয়ে দিতে দেরি করা উচিত নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন- إِذَا أَتَاكُمْ مَنْ تَرْضَوْنَ خُلُقَهُ وَدِينَهُ فَزَوِّجُوهُ إِلاَّ تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ ‘তোমাদের নিকট যখন এমন ব্যক্তি (বিবাহের পয়গাম নিয়ে) আসে; যার দ্বীন ও চরিত্রে তোমরা মুগ্ধ তখন তার সাথে (মেয়ের) বিবাহ দাও। যদি তা না করো, তাহলে পৃথিবীতে ফিৎনা ও মহাফাসাদ সৃষ্টি হয়ে যাবে।’ [সুনানে তিরমিযি হাদিস: ১০৮৪] তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে করণীয় হল, অভিভাবকদের বুঝানো। নিজে না বুঝাতে পারলে অন্য কারও মাধ্যমে বুঝানো এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকা। ইনশাআল্লাহ আল্লাহ তাকে সাহায্য করবেন।আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15445&preview=true