সালাম চুক্তিতে পণ্য পাওয়ার আগে বিক্রয় করা যাবে কি
প্রশ্ন
আমাদের গ্রামে প্রচলিত আছে যে, বড় ব্যবসায়ীরা অনেক ধান একসাথে কিনে নেয়। এরপর ধান পেতে পেতে আও দুই মাস চলে যায়। এর মধ্যেই তারা আবার এগুলোকে ছোট ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে থাকে। অথচ ধান এখনো ক্ষেতেই রয়ে গেছে। এ ব্যবসার বিধান কী?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রথম চুক্তিটা বাইয়ে সালাম বা দাদনবিক্রি। এ ক্ষেত্রে ধান পাওয়ার পূর্বে দ্বিতীয় যে বিক্রয়টা করা হয় সেটা বৈধ নয়্। হাদিস শরিফে ইরশাদ হয়েছে- হাকীম ইবনে হিযাম (রা.) বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)কে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল! আমি পণ্য ক্রয়-বিক্রয় করি। এর কোন পন্থাটি হালাল কোনটা হারাম? রাসূলুল্লাহ (সা.) বললেন, যখন তুমি কোনো পণ্য ক্রয় করবে তখন তা হস্তগত হওয়ার পূর্বে অন্যত্র বিক্রয় করবে না। [মুসনাদে আহমদ, হাদিস: ১৫৩১৬] ফাতহুল কাদীর ৬/১৩৫; বাদায়েউস সানায়ে ৪/৩৯৭আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/15414/article-details.html