প্রতিনিধির কাছ থেকে যাকাতের টাকা হারিয়ে গেলে যাকাত মাফ হবে কি

প্রশ্ন                                                                                                         

আমি কিছুদিন আগে এক ব্যক্তিকে যাকাতের টাকা থেকে ১০ হাজার টাকা দেই গ্রামের এক মাদরাসায় দিয়ে আসার জন্য। কিন্তু সেই ব্যক্তি গ্রামে যাওয়ার সময় সেই টাকা হারিয়ে ফেলে। জানতে চাচ্ছি, এতে কি উক্ত ১০ হাজার টাকার যাকাত মাফ হয়ে যাবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, উক্ত ১০ হাজার টাকার যাকাত মাফ হবে না। বরং তা পুনরায় আদায় করে দিতে হবে। এক্ষেত্রে প্রতিনিধির নিজের টাকা হারিয়েছে বলে ধর্তব্য হবে। হাদিস শরিফে এসেছে,

عَنْ حَمَّادٍ، ‌فِي ‌الرَّجُلِ ‌يَبْعَثُ ‌بِصَدَقَتِهِ ‌فَتَهْلِكُ ‌قَبْلَ ‌أَنْ ‌تَصِلَ ‌إِلَى ‌أَهْلِهَا، قَالَ: هِيَ بِمَنْزِلَةِ رَجُلٍ بَعَثَ إِلَى غَرِيمِهِ بِدَيْنٍ فَلَمْ يَصِلْ إِلَيْهِ حَتَّى هَلَكَ

‘হাম্মাদ (রহ.) থেকে বর্ণিত, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে দিয়ে যাকাতের মাল পাঠালো। কিন্তু যাকাতের হকদারের কাছে পৌঁছানোর আগেই উক্ত মাল ধ্বংস হয়ে গেল। এ সম্পর্কে হাম্মাদ (রহ.) বলেন, এর দৃষ্টান্ত হল এমন ব্যক্তির মত, যে আরেক ব্যক্তিকে ঋণ দিয়ে তার ঋণদাতার কাছে পাঠালো। কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই উক্ত ঋণ ধ্বংস হয়ে গেল (এক্ষেত্রে যেভাবে ঋণ পরিশোধ হয় না, ঠিক সেভাবে যাকাতও আদায় হবে না)।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ১০৪৯১]

আলবাহরুর রায়েক ২/২১১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/15085/article-details.html