রাসূল (সা.) কি কবরে দুনিয়ার মত জীবিত

প্রশ্ন                                                                                                         

আমি শুনেছি, রাসূল (সা.) কবরে জীবিত। জানতে চাচ্ছি, দুনিয়ার জীবিত থাকা ও কবরে জীবিত থাকার মাঝে কোনো পার্থক্য আছে কি? নাকি দুনিয়ার মতই জীবিত আছেন?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সহিহ হাদিস দ্বারা বিষয়টি প্রমাণিত যে, রাসূল (সা.)-সহ অন্যান্য আম্বীয়া কেরাম কবরে জীবিত আছেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,

الْأَنْبِيَاءُ ‌أَحْيَاءٌ ‌فِي ‌قُبُورِهِمْ يُصَلُّونَ

‘নবিগণ কবরে জীবিত। তারা নামাজ পড়ে থাকেন।’ [মুসনাদে আবী ইয়ালা, হাদিস: ৩৪২৫]

তবে জীবিত থাকার অবস্থা কী, কিংবা দুনিয়ার মত জীবিত কিনা- এ বিষয়টি আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা শুধু এতটুকু আকীদা পোষণ করি যে, রাসূল (সা.) কবরে জীবিত আছেন। এ কারণেই, রাসূল (সা.)-এর রওজার সামনে গিয়ে ‘আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ’ বলা যাবে। হাদিস শরিফে এসেছে,

عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: ‌مِنَ ‌السُّنَّةِ ‌أَنْ ‌تَأْتِيَ ‌قَبْرَ ‌النَّبِيَّ ‌صَلَّى ‌اللَّهُ ‌عَلَيْهِ ‌وَسَلَّمَ ‌مِنْ ‌قِبَلِ ‌الْقِبْلَةِ، وَتَجْعَلَ ظَهْرَكَ إِلَى الْقِبْلَةِ، وَتَسْتَقْبِلَ الْقَبْرَ لِوَجْهِكَ، ثُمَّ تَقُولَ: السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

‘নাফে (রহ.) থেকে বর্ণিত, ইবনে উমর (রা.) বলেন, সুন্নত হল, তুমি রাসূল (সা.)-এর রওজায় কেবলার দিক থেকে প্রবেশ করবে। তোমার পিঠ কেবলার দিকে রাখবে। রওজাকে তোমার সম্মুখে রাখবে। তারপর বলবে, আসসালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।’ [মুসনাদে আবু হানীফা, হাদিস: ৩৭]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/14895/article-details.html