খাদেম সাহেবকে জুতা ঠিক করার নির্দেশ দেওয়া যাবে কি

প্রশ্ন                                                                                                         

মসজিদ কমিটি খাদেম সাহেবকে নামাজে আগত মুসল্লীদের জুতা সোজা করতে বলে। জানতে চাচ্ছি, এ কাজ কি খাদেম সাহেবের দায়িত্বের অন্তর্ভুক্ত হবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

খাদেম সাহেবকে নিয়োগ দেওয়ার সময় যদি জুতা সোজা করে দেওয়ার উল্লেখ থাকে তাহলে মসজিদ কমিটি এ কাজের দায়িত্ব খাদেম সাহেবকে দিতে পারবে। তখন এটা খাদেম সাহেবের দায়িত্বভুক্ত কাজের অন্তর্ভুক্ত হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

‘মুসলিমরা নিজেদের শর্তসমূহ পালন করতে বাধ্য।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৯৪]

কিন্তু নিয়োগের সময় যদি এ কাজের শর্তারোপ না করা হয়ে থাকে তাহলে পরবর্তীতে এ কাজের দায়িত্ব খাদেম সাহেবের উপর চাপিয়ে দেওয়া যাবে না। শরিয়তে তা বৈধ হবে না।

রদ্দুল মুহতার ১০/৫-৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/14771/article-details.html