ইমাম আবু হানীফা (রহ.) কি এশার অজু দিয়ে ফজর পড়তেন
প্রশ্ন
এক বক্তাকে কিছুদিন আগে বলতে শুনলাম, ইমাম আবু হানীফা (রহ.) ৪০ বছর এশার অজুর দ্বারা ফজরের নামাজ আদায় করেছেন। জানতে চাচ্ছি, এ কথাটি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, উক্ত বক্তব্যটি সঠিক। বিশুদ্ধ সনদে এই বিষয়টি বর্ণিত হয়েছে। হাদিসের রাবীদের সম্পর্কে রচিত প্রসিদ্ধ কিতাব তাহযীবুল কামাল গ্রন্থে উল্লেখ আছে,
حَدَّثَنَا حماد بن قريش، قال: سمعت أسد بن عَمْرو يَقُولُ: صلى أَبُو حنيفة فيما حفظ عَلَيْهِ صلاة الفجر بوضوء العشاء أربعين سنة
‘হাম্মাদ ইবনে কুরাইশ (রহ.) বলেন, আমি আসআদ ইবনে আমর (রহ.)-কে বলতে শুনেছি, তিনি বলেন, ইমাম আবু হানীফা (রহ.) ৪০ বছর এশার অজু দ্বারা ফজরের নামাজ আদায় করেছেন।’ [তাহযীবুল কামাল ২৯/৪৩৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/14731/article-details.html