শরিয়তের বিধান সম্পর্কে অজ্ঞতার কারণে নামাজের কাযা লাগবে কি
প্রশ্ন
জনৈক ব্যক্তি মুসলমান হওয়ার পর শরিয়তের বিধি বিধান সম্পর্কে অজ্ঞ ছিল। কারণ, সে এমন এক এলাকায় বাস করত যেখানে ইসলাম সম্পর্কে জানার কোনো মাধ্যম ছিল না। ৫ বছর পর তার ইসলাম সম্পর্কে জানার সুযোগ হয়। এখন সে শরিয়তের বিধান যথাযথভাবে মানার চেষ্টা করছে। প্রশ্ন হল, ৫ বছরের নামাজ রোজার কি কাযা করতে হবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অবস্থা যদি এমনই হয়ে থাকে, যেমনটি আপনি বলছেন, তাহলে উক্ত ব্যক্তি অপরাগ ছিল। কাজেই তার উপর উক্ত ৫ বছরের নামাজ-রোজার কাযা আবশ্যক হয়নি। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
‘আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না।’ [সূরা বাকারা, আয়াত: ২৮৬]
রদ্দুল মুহতার ২/৫৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/14705/article-details.html