প্রতি মাসের অর্ধেক বেতন পারিশ্রমিক হিসেবে নেওয়া যাবে কি

প্রশ্ন                                                                                                         

আমি টিউশনি প্রার্থী শিক্ষকদেরকে ছাত্রদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে কমিশন গ্রহণ করে থাকি। তাদের সাথে চুক্তি হয় এভাবে যে, তারা আমাকে তাদের প্রতি মাসের বেতন থেকে অর্ধেক দিয়ে দিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি বৈধ হচ্ছে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

প্রশ্নোক্ত পদ্ধতিটিকে দালালি বলা হয়। আর শরিয়তের দৃষ্টিতে দালালি হালাল। তবে শর্ত হল, দালালির পারিশ্রমিক নির্দিষ্ট হতে হবে। হাদিস শরিফে এসেছে,

وَلَمْ يَرَ ابْنُ سِيرِينَ وَعَطَاءٌ وَإِبْرَاهِيمُ وَالْحَسَنُ بِأَجْرِ السِّمْسَارِ بَأْسًا وَقَالَ ابْنُ عَبَّاسٍ لاَ بَأْسَ أَنْ يَقُولَ بِعْ هَذَا الثَّوْبَ فَمَا زَادَ عَلَى كَذَا وَكَذَا فَهُوَ لَكَ وَقَالَ ابْنُ سِيرِينَ إِذَا قَالَ بِعْهُ بِكَذَا فَمَا كَانَ مِنْ رِبْحٍ فَهُوَ لَكَ أَوْ بَيْنِي وَبَيْنَكَ فَلاَ بَأْسَ بِهِ وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمُسْلِمُونَ عِنْدَ شُرُوطِهِمْ

‘ইবনে সীরীন, আতা, ইবরাহীম ও হাসান (রহ.) দালালির মজুরীতে কোন দোষ মনে করেননি। ইবনে আব্বাস (রা.) বলেন, যদি কেউ বলে যে, তুমি এ কাপড়টি বিক্রি করে দাও। এতো এতো এর উপর যা বেশী হয় তা তোমার, এতে কোন দোষ নেই। ইবনে সীরীন (রহ.) বলেন, যদি কেউ বলে যে, এটা এত এত দামে বিক্রি করে দাও, লাভ যা হবে, তা তোমার, অথবা তা তোমার ও আমার মধ্যে সমান হারে ভাগ হবে, তবে এতে কোন দোষ নেই। রাসূল (সা.) বলেছেন, মুসলিমগণ তাদের পরস্পরের শর্তানুযায়ী কাজ করবে।’ [সহিহ বুখারি, হাদিস: ২২৭৪]

প্রশ্নে যে পদ্ধতিতে চুক্তি করা হচ্ছে, এতে পারিশ্রমিকের বিষয়টি অনির্দিষ্ট থাকছে। পাশাপাশি বাকি মাসগুলোতে শ্রম ছাড়া পারিশ্রমিক নেওয়া হচ্ছে। শরিয়তের দৃষ্টিতে যা নিষিদ্ধ। কাজেই এভাবে চুক্তি করার কারণে এই চুক্তিটি বৈধ হচ্ছে না।

রদ্দুল মুহতার ৯/৮৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/14581/article-details.html