দাঁড়ানো থেকে বসে গেলে নামাজ ভেঙ্গে যাবে কি

প্রশ্ন                                                                                                         

ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে বৈঠক না করে দাঁড়িয়ে যান। মুসল্লীরা লোকমা দিলে তিনি পুনরায় আবার বসে পড়েন। নামাজ শেষে সাহু সেজদা করেন। কিন্তু মুসল্লীর বক্তব্য হল, ইমাম সাহেব দাঁড়ানো থেকে বসার কারণে নামাজ ভেঙ্গে গিয়েছে। জানতে চাচ্ছি, তাদের কথা কতটুকু সঠিক?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নিয়ম হল, কেউ যদি প্রথম বৈঠক না করে পুরোপুরি দাঁড়িয়ে যায় তাহলে আর বৈঠকের জন্য ফিরে আসবে না। বরং সেক্ষেত্রে নামাজ শেষে সাহু সেজদা দিয়ে দিবে। আর যদি বসার কাছাকাছি হয় তাহলে বসে যাবে এবং নামাজ শেষে সাহু সেজদা দিয়ে দিবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,

إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ الرَّكْعَتَيْنِ فَلَمْ يَسْتَتِمَّ قَائِمًا فَلْيَجْلِسْ فَإِذَا اسْتَتَمَّ قَائِمًا فَلاَ يَجْلِسْ وَيَسْجُدْ سَجْدَتَىِ السَّهْوِ

‘তোমাদের কেউ দ্বিতীয় রাকআতের পর (ভুলে) দাঁড়িয়ে গেলে এবং তখনও যদি তার দাঁড়ানো সম্পূর্ণ না হয়, তবে সে যেন বসে যায়। আর যদি সে পূর্ণরূপে দাঁড়িয়ে যায় তবে সে যেন না বসে এবং (শেষে) দুটি সাহু সিজদা করে।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১২০৮]

তবে কেউ যদি দাঁড়ানো থেকে আবার বসেও যায় তাহলেও নামাজের কোনো সমস্যা হবে না। বরং নামাজ শেষে সাহ সেজদা দিলেই নামাজ পূর্ণ হয়ে যাবে।

কাজেই ইমাম সাহেব যেহেতু সাহু সেজদা করে ছিল তাই সেদিনের নামাজ আদায় হয়ে গিয়েছে। সেই কতক ব্যক্তিদের বক্তব্য সঠিক নয়।

ফাতহুল কাদীর ১/৪৪৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/14557/article-details.html