বাবরি চুল কি কাঁধ পর্যন্তই রাখতে হবে

প্রশ্ন                                                                                                         

আমি বাবারি চুল রেখেছি কানের লতি পর্যন্ত। এক ব্যক্তি বলল, বাবরি চুল রাখতে হয় কাঁধ পর্যন্ত। কানের লতি পর্যন্ত চুলকে বাবরি বলা হয় না। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, উক্ত ব্যক্তির কথা সঠিক নয়। বরং বাবরি চুল রাখার তিনটি পদ্ধতি রয়েছে। ১. ওয়াফরা বা কানের লতি পর্যন্ত। ২. লিম্মা বা কানের লতি ও ঘাড়ের মাঝামাঝি। ৩. জুম্মা বা ঘাড় পর্যন্ত। রাসূল (সা.) এই তিন ধরনের বাবরিই রাখতেন। হাদিস শরিফে এসেছে,

‘আল-বারাআ (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি কারুকার্য খচিত লাল চাঁদর পরিহিত রাসূলুল্লাহ (সা.)-এর চেয়ে সুন্দর কোনো বাবরি চুল ওয়ালাকে দেখিনি। মুহাম্মাদের বর্ণনায় রয়েছে, তাঁর বাবরি চুল কাঁধ পর্যন্ত ছিলো।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪১৮৩]

আরেক হাদিসে এসেছে,

‘আনাস (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর মাথার চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিলো।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪১৮৫]

অপর আরেক হাদিসে এসেছে,

‘আয়েশা (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর মাথার চুল কানের লতির নীচে এবং ঘাড়ের উপর পর্যন্ত দীর্ঘ ছিলো।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪১৮৭]

সুতরাং আপনি যেভাবে রাখছেন সেটিকেও বাবরি বলে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/14410/article-details.html