সরকারি সঞ্চয়পত্রের লাভ গ্রহণ করা যাবে কি

প্রশ্ন                                                                                                         

সরকারি সঞ্চয়পত্রের লাভ গ্রহণ করা যাবে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সুদ দেওয়া নেওয়া উভয়ই শরিয়তের দৃষ্টিতে হারাম। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا

‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।’ [সূরা বাকারাহ, আয়াত: ২৭৫]

হাদিস শরিফে এসেছে,

عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ

‘জাবের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূল (সা.) সুদগ্রহীতা, সুদদাতা, সুদের লেখক এবং সুদের সাক্ষীর উপর লানত দিয়েছেন। তিনি বলেছেন: এরা সকলেই সমান গুনাহগার।’ [সহিহ মুসলিম, হাদিস: ৪১৭৭]

সরকার কর্তৃক যে সকল সঞ্চয়পত্র বর্তমানে চালু রয়েছে সবগুলো সুদের ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। কাজেই এ জাতীয় সঞ্চয়পত্র ক্রয় করা কিংবা তা থেকে লভ্যাংশ গ্রহণ করা কোনোক্রমেই বৈধ হবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/14293/article-details.html