মসজিদের দেয়ালে ক্যালেন্ডার ঝুলানো যাবে কি

প্রশ্ন                                                                                                         

মসজিদের দেয়ালে ক্যালেন্ডার ঝুলানো যাবে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সামনের দেওয়ালে ক্যালেন্ডার ঝুলালে মুসল্লীদের নামাজে বিঘ্নতা সৃষ্টি হতে পারে। নামাজে মন ক্যালেন্ডারের দিকে চলে যেতে পারে। এ কারণে মসজিদের সামনের দেওয়ালে ক্যালেন্ডার না লাগানো উচিৎ। হাদিস শরিফে এসেছে,

عَنْ مَنْصُورٍ الْحَجَبِيِّ، حَدَّثَنِي خَالِي، عَنْ أُمِّي صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، قَالَتْ: سَمِعْتُ الَأسْلَمِيَّةَ، تَقُولُ: قُلْتُ لِعُثْمَانَ: مَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ دَعَاكَ؟ قَالَ: قَالَ: إِنِّي نَسِيتُ أَنْ آمُرَكَ أَنْ تُخَمِّرَ الْقَرْنَيْنِ فَإِنَّهُ لَيْسَ يَنْبَغِي أَنْ يَكُونَ فِي الْبَيْتِ شَيْءٌ يَشْغَلُ الْمُصَلِّيَ

‘মানসুর আল হাজাবী (রহ.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমার মামা আমার আম্মা সূত্রে বর্ণনা করেছেন। তিনি (আম্মা) বলেছেন, আমি আসলাম গোত্রীয় জনৈক মহিলাকে বলতে শুনেছি আমি উসমান ইবনু তালহা আল-হাজাবী (রা.)-কে জিজ্ঞেস করি, রাসূলুল্লাহ (সা.) আপনাকে ডেকে নিয়ে কি বলেছিলেন? তিনি বললেন, আমি আপনাকে জানাতে ভুলে গেছি যে, (ইসমাঈলের যবাহকৃত দুম্বার) শিং দুইটি ঢেকে রাখুন (যা বায়তুল্লাহর দেয়ালে টাঙ্গানো ছিলো) কারণ বায়তুল্লায় এমন জিনিস থাকা সমীচীন নয় যা মুসল্লীদের অন্যমনস্ক করে দেয়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২০৩০]

আরেক হাদিসে এসেছে,

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ كَانَ قِرَامٌ لِعَائِشَةَ سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا فَقَالَ النَّبِيُّ أَمِيطِي عَنَّا قِرَامَكِ هَذَا فَإِنَّهُ لاَ تَزَالُ تَصَاوِيرُهُ تَعْرِضُ فِي صَلاَتِي

‘আনাস (রা.) হতে বর্ণিত। আয়েশা (রা.)-এর নিকট একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল। তিনি তা ঘরের এক দিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন। রাসূল (সা.) বললেন, আমার সামনে থেকে তোমার এই পর্দা সরিয়ে নাও। কারণ নামাজ আদায়ের সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৭৪]

সুতরাং মসজিদের সামনের দেয়ালে ক্যালেন্ডার ঝুলাবে না। বরং প্রয়োজন পড়লে ডানে, বামে অথবা পিছন দিকে ঝুলাবে। তবে শর্ত হল, ক্যালেন্ডারে কোনো প্রাণির ছবি থাকতে পারবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/13811/article-details.html