গান অন্তরে নেফাক সৃষ্টি করে- এটি কি রাসূল (সা.)-এর বক্তব্য

প্রশ্ন                                                                                                         

গান অন্তরে নেফাক সৃষ্টি করে- এটি কি রাসূল (সা.)-এর বক্তব্য?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, বিশুদ্ধ অভিমত অনুযায়ী এটি রাসূল (সা.)-এর বক্তব্য নয়। বরং ইমাম কুরতুবী (রহ.) এটিকে ইবনে মাসউদ (রা.)-এর বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী (রহ.) বলেন,

قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ: الْغِنَاءُ يُنْبِتُ النِّفَاقَ فِي الْقَلْبِ

‘আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, গান মানুষের অন্তরে নেফাক সৃষ্টি করে।’ [তাফসীরে কুরতুবী ১৪/৫২]

সুনানে কুবরা-তেও একে ইবনে মাসউদ (রা.)-এর বক্তব্য বলা হয়েছে (হাদিস: ২১০০৬)।

তবে যয়ীফ একটি হাদিসে এটিকে রাসূল (সা.)-এর হাদিস হিসেবে উল্লেখ করা হয়েছে। হাদিস শরিফে এসেছে,

حَدَّثَنَا سَلَّامُ بْنُ مِسْكِينٍ، عَنْ شَيْخٍ، شَهِدَ أَبَا وَائِلٍ فِي وَلِيمَةٍ، فَجَعَلُوا يَلْعَبُونَ يَتَلَعَّبُونَ، يُغَنُّونَ، فَحَلَّ أَبُو وَائِلٍ حَبْوَتَهُ، وَقَالَ: سَمِعْتْ عَبْدَ اللَّهِ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: الْغِنَاءُ يُنْبِتُ النِّفَاقَ فِي الْقَلْبِ

‘সাল্লাম ইবনে মিসকীন (রহ.) এক শাইখের সূত্রে বর্ণনা করেন যিনি আবু ওয়াইল (রহ.)-এর সঙ্গে এক বৌ-ভাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তখন লোকেরা খেলাধূলা ও আনন্দ আর সঙ্গীতে মত্ত হলো। আবু ওয়াইল (রহ.) তার হাত দিয়ে নিজ হাঁটুদ্বয় পেঁচিয়ে ধরে বললেন, আমি আব্দুল্লাহ (রা.)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, নিশ্চয়ই সঙ্গীত অন্তরে কপটতা সৃষ্টি করে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯২৭]

ইগাছাতুল লুহফান ১/২৪৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/13731/article-details.html