কবরে খেজুরের ডাল পুঁতে দেওয়া যাবে কি

প্রশ্ন                                                                                                         

মৃতকে কবরস্থ করার পর কবরে খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া যাবে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কবরে খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দুই ব্যক্তির কবরে রাসূল (সা.) খেজুর গাছের ডাল পুঁতে দিয়েছিলেন। হাদিস শরিফে এসেছে,

عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ مَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى قَبْرَيْنِ فَقَالَ ‏"‏ إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا هَذَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَأَمَّا هَذَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ ‏"‏‏.‏ ثُمَّ دَعَا بِعَسِيبٍ رَطْبٍ، فَشَقَّهُ بِاثْنَيْنِ، فَغَرَسَ عَلَى هَذَا وَاحِدًا وَعَلَى هَذَا وَاحِدًا ثُمَّ قَالَ ‏"‏ لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا، مَا لَمْ يَيْبَسَا

‘ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (সা.) দু’টি কবরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, নিশ্চয়ই এ দু’জন কবরবাসীকে শাস্তি দেয়া হচ্ছে। তবে বড় কোনো গুনাহের কারণে কবরে তাদের আযাব দেয়া হচ্ছে না। এই কবরবাসী প্রস্রাব করার সময় সতর্ক থাকত না। আর ঐ কবরবাসী গীবত করে বেড়াত। এরপর তিনি খেজুরের একটি কাঁচা ডাল আনিয়ে সেটি দু’টুকরো করে এক টুকরো এক কবরের উপর এবং এক টুকরো অন্য কবরের উপর গেড়ে দিলেন। তারপর বললেন, এ ডালের টুকরো দু’টি শুকিয়ে না যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা অবশ্যই তাদের শাস্তি কমিয়ে দিবেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৬০৫২]

তবে উক্ত কাজকে জরুরি মনে করা যাবে না এবং এটি শরিয়তের কোনো বিধানও নয়। কাজেই জরুরি মনে না করে করলে কোনো সমস্যা হবে না।

উমদাতুল কারী ৩/১২১; রদ্দুল মুহতার ২/২৪৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/13593/article-details.html