বার্ধক্যের কারণে নামাজের পদ্ধতি ভুলে গেলে কি মাফ পাওয়া যাবে

প্রশ্ন                                                                                                         

আমার নানি অতিশয় বৃদ্ধা। বার্ধক্যের কারণে কাউকে চিনেন না। এমনকি নামাজ আদায়ের পদ্ধতি ও রাকাত সংখ্যাও ভুলে গিয়েছেন। জানতে চাচ্ছি, তার জন্য নামাজ মাফ হয়ে যাবে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ঈমানের পর ইসলামি শরিয়তে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদাত। একেবারে অপারগ না হলে নামাজ ত্যাগ করা বৈধ হবে না।

আপনার নানির ক্ষেত্রে বিধান হল, আপনারা তাকে নামাজের পদ্ধতি ও রাকাত সংখ্যা বলে দিয়ে নামাজ পড়িয়ে দিবেন।

তবে যদি কখনো এমন হয় যে, বলে দেওয়ার মত কোনো লোক নেই এবং তিনি এ কারণে নামাজ আদায় করতে পারছেন না তাহলে তাকে মাযুর হিসেবে ধরা হবে। তখন আর উক্ত নামাজের কাযা করতে হবে না। বরং তা অক্ষমতার কারণে মাফ হয়ে যাবে।

আদ্দুররুল মুখতার ২/১০০; শরহুল মুনইয়া, পৃ. ২৬৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/13275/article-details.html