ইয়াতীমের প্রতিপালনকারী কি জান্নাতে রাসূল (সা.)-এর সাথে থাকবে

প্রশ্ন                                                                                                         

যে ব্যক্তি ইয়াতীমদের প্রতিপালন করে সে কি জান্নাতে রাসূল (সা.)-এর সাথে থাকবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইয়াতীমের প্রতিপালনকারী জান্নাতী হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,

وَأَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هٰكَذَا وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطٰى وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا

‘আমি ও ইয়াতীমের প্রতিপালনকারী জান্নাতে এমনিভাবে নিকটে থাকবে। এই বলে তিনি শাহাদাত ও মধ্যমা আঙ্গুল দু’টি দ্বারা ইঙ্গিত করলেন এবং এ দু’টির মাঝে কিঞ্চিত ফাঁক রাখলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৩০৪]

ইয়াতীমের প্রতিপালনকারী জান্নাতী হলেও তার ও রাসূল (সা.)-এর জান্নাতের মাঝে তারতম্য থাকবে। কারণ সাধারণ মানুষের চেয়ে আম্বীয়ায়ে কেরামের মর্যাদা বেশি হয়ে থাকে।

তবে জান্নাতের তারতম্য থাকলেও ইয়াতীমের প্রতিপালনকারীর জান্নাত ও রাসূল (সা.)-এর জান্নাত কাছাকাছিই হবে। হাদিস থেকে এমনটিই বুঝা আসে।

আল মুফহীম ৬/৬১৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/13133/article-details.html