নাম উল্লেখ না করলে কি কুরবানি হবে না

প্রশ্ন                                                                                                         

গত কুরবানি ঈদের সময় আমি আমাদের গরু কুরবানি করতে উদ্দত হই। সে সময় আমাদের এক শরিক বলেন, সকল শরিকদের নাম নিতে। অন্যথায় কুরবানি হবে না। আমার সকল শরিকদের নাম মনে ছিল না। ফলে এভাবে জবাই করি যে, এই কুরবানিতে যারা শরিক, তাদের সকলের পক্ষ থেকে। এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করি। প্রশ্ন হল, উক্ত কুরবানি কি শুদ্ধ হয়েছিল?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কুরবানি শুদ্ধ হওয়ার জন্য শরিকদের নাম উল্লেখ জরুরি নয়। নাম উল্লেখ ছাড়াও কুরবানি শুদ্ধ হয়ে যাবে। তবে জবাইকারীর মনে এই বিষয়টি থাকতে হবে যে, কাদের পক্ষ থেকে কুরবানি হচ্ছে। তবে নাম উল্লেখ করলেও কোনো সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে,

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: ذَبَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الذَّبْحِ كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مُوجَأَيْنِ، فَلَمَّا وَجَّهَهُمَا قَالَ: إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ حَنِيفًا، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللَّهُمَّ مِنْكَ وَلَكَ، وَعَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ بِاسْمِ اللَّهِ، وَاللَّهُ أَكْبَرُ ثُمَّ ذَبَحَ

‘জাবির ইবনে আব্দুল্লাহ (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) কুরবানীর দিন দু’টি ধূসর বর্ণের শিংবিশিষ্ট ও খাসী করা দুম্বা যবাহ করেন। তিনি দুম্বা দু’টিকে কিবলামুখী করে শুইয়ে বলেন,

إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ حَنِيفًا، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللَّهُمَّ مِنْكَ وَلَكَ، وَعَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ بِاسْمِ اللَّهِ، وَاللَّهُ أَكْبَرُ

অতঃপর তিনি বললেন, মুহাম্মাদ ও তাঁর উম্মতের পক্ষ থেকে। এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যবাহ করেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২৭৯৫]

সুতরাং জবাইয়ের সময় যেহেতু শরিকদের বিষয়টি আপনার মনে ছিল তাই উক্ত কুরবানি শরিকদের পক্ষ থেকে শুদ্ধ হয়ে গিয়েছে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/12995/article-details.html