খোলা তালাকে নির্ধারিত মোহর থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন                                                                                                         

আমার চাচাত ভাইয়ের সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছে না। স্ত্রী খুব কঠোর স্বভাবের। আমার চাচাত ভাইকেসহ তার বাবা মাকে সর্বদা গালিগালাজ করে। বর্তমানে তার স্ত্রী তার কাছে তালাক চাচ্ছে। কারণ সে অন্য আরেক ছেলেকে পছন্দ করে। আমার চাচত ভাই খোলা তালাক করতে চাচ্ছে। খোলা তালাকের বিনিময় হিসেবে ২ লক্ষ টাকা চেয়েছে। উল্লেখ্য, বিয়ের মোহর ছিল পঞ্চাশ হাজার টাকা যা পরিশোধ করা হয়েছে। প্রশ্ন হল, নির্ধারিত মোহর থেকে অতিরিক্ত টাকা গ্রহণ করা যাবে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

যদি স্বামীর দোষের কারণে স্ত্রী খোলা করতে বাধ্য হয় তাহলে স্বামীর জন্য স্ত্রীর কাছ থেকে খোলা তালাকের বিনিময়ে কোনো কিছু গ্রহণ করা বৈধ হবে না। আর যদি স্ত্রীর দোষের কারণে খোলা তালাকের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে স্বামী খোলার বিনিময়ে স্ত্রীর থেকে টাকা গ্রহণ করতে পারবে। হাদিস শরিফে এসেছে, ইবরাহীম নাখয়ী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন,

إِذَا ‌جَاءَ ‌الْأَمْرُ ‌مِنْ ‌قِبَلِهَا ‌حَلَّ ‌لَهُ ‌مَا ‌أَخَذَ ‌مِنْهَا فَإِنْ جَاءَ مِنْ قِبَلِهِ لَمْ يَحِلَّ لَهُ مَا أَخَذَ مِنْهَا

‘স্ত্রীর দোষের কারণে যদি খোলা তালাকের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে স্বামীর জন্য স্ত্রী থেকে কোনো কিছু নেওয়া বৈধ হবে। আর যদি স্বামীর দোষের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে স্বামীর জন্য স্ত্রী থেকে কোনো নেওয়া বৈধ হবে না।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ১১৮২৫]

তবে স্বামী নির্ধারিত মোহরের সমপরিমাণ বা তার চেয়ে কম গ্রহণ করবে। এটিই তার জন্য উত্তম। কিন্তু সে যদি নির্ধারিত মোহর থেকে অতিরিক্ত গ্রহণ করে তাহলে তা অনুত্তম হলেও অবৈধ হবে না।

আদ্দুররুল মুখতার ৩/৪৪৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/12765/article-details.html