ডিগ্রি ছাড়া রোগী দেখে উপার্জন করা বৈধ হবে কি

প্রশ্ন                                                                                                         

আমার এক আত্মীয় আছেন, যিনি ডাক্তারী ডিগ্রি অর্জন করেননি। কিন্তু তিনি চিকিৎসা বিদ্যা সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞ এবং তার চিকিৎসায় রোগীও সুস্থ হয়। জানতে চাচ্ছি, তিনি রোগী দেখে যদি উপার্জন করেন তাহলে তার এই উপার্জন বৈধ হবে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কোনো সেক্টরে কাজ করতে হলে সেই সেক্টর সম্পর্কিত বিষয়ে অভিজ্ঞতা অর্জন জরুরি। প্রাতিষ্ঠানিক পড়ালেখার মাধ্যমে ডিগ্রি অর্জন করা জরুরি নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,

إِنَّ ‌اللَّهَ ‌عَزَّ ‌وَجَلَّ ‌يُحِبُّ ‌إِذَا ‌عَمِلَ ‌أَحَدُكُمْ عَمَلًا أَنْ يُتْقِنَهُ

‘নিশ্চয় আল্লাহ তাআলা এই বিষয়টি পছন্দ করেন যে, যখন তোমাদের কেউ কোনো কাজ করবে তখন সে যেন আগে সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে নেয়।’ [আল মুজামুল আওসাত, হাদিস: ৮৯৭]

কাজেই কোনো ব্যক্তি যদি মেডিকেলের ডিগ্রি অর্জন করা ছাড়াই চিকিৎসা বিদ্যা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে তাহলে সে রোগী দেখতে পারবে এবং এ থেকে প্রাপ্ত উপার্জন তার জন্য বৈধ হবে।

কিন্তু শিক্ষা ও অভিজ্ঞতা ছাড়া রোগী দেখা এবং তা থেকে প্রাপ্ত উপার্জন বৈধ হবে না। কারণ হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ تَطَبَّبَ، وَلَا يُعْلَمُ مِنْهُ طِبٌّ، فَهُوَ ضَامِنٌ

‘আমর ইবনু শুআইব (রহ.) থেকে পর্যায়ক্রমে তার পিতা এবং তার দাদার সূত্রে বর্ণিত। রাসূল (সা.) বলেছেন, চিকিৎসা বিদ্যাহীন ব্যক্তি চিকিৎসা করলে তাতে সে দায়ী হবে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৫৮৬]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/12426/article-details.html