নারীরা ঈদের নামাজের পরিবর্তে কোন নামাজ পড়বে

প্রশ্ন                                                                                                         

নারীরা তো ঈদের নামাজ পড়ে না। তারা যেমন জুমার পরিবর্তে জোহরের নামাজ পড়ে ঈদের নামাজের পরিবর্তে কোন নামাজ পড়বে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মহিলাদের উপর ঈদের নামাজ পড়া ওয়াজিব নয়। বিশিষ্ট তাবেয়ি নাফে (রা.) থেকে বর্ণিত,

 عن نافع عن ابن عمر: انه كان لايخرج نساء فى العيدين

‘আবদুল্লাহ ইবনে উমর (রা.) উভয় ঈদে (ঈদুল ফিতর ও আযহায়) মহিলাদেরে বের হতে বা বের হওয়ার জন্য ছেড়ে দিতেন না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা ৪/২৩৪]

তবে জুমার নামাজের বিকল্প হিসেবে জোহরের নামাজ থাকলেও ঈদের নামাজের বিকল্প কোন নামাজ নেই। তাই এর পরিবর্তে অন্য কোন নামাজ পড়তে হবে না।

আদ্দুররুল মুখতার ২/৩০৭, আল বাহরুর রায়িক ১/৬২৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/12209/article-details.html