অপঘাতে মৃত ব্যক্তির আত্মা কি ঘুরাফিরা করে

প্রশ্ন                                                                                                         

আমাদের গ্রামে একটি কথা প্রচলিত আছে যে, কেউ যদি অপঘাতে মারা যায় তাহলে তার আত্মা ঘুরাফিরা করতে থাকে। এ কারণে আমাদের গ্রামে কেউ অপঘাতে মারা গেলে ভয়ে রাতের বেলা কেউ বের হয় না। জানতে চাচ্ছি, উক্ত কথা সঠিক কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কেউ অপঘাতে মারা গেলে তার আত্মা ঘুরাফিরা করে- এই মর্মে না কুরআনের কোনো আয়াত আছে, না হাদিস। এটি লোকমুখে প্রচলিত একটি কথা। এর কোনো ভিত্তি নেই। এটি নিছক একটি কুসংস্কার। একজন মুসলমান হিসেবে এ জাতীয় কুসংস্কার থেকে বেঁচে থাকা কর্তব্য।

তাছাড়া কুরআন মাজিদে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে, মৃত্যুর পর মুমিন সৎকর্মশীলদের আত্মা ইল্লিয়্যীনে থাকবে আর পাপী ও অসৎকর্মশীলদের আত্মা থাকবে সিজ্জীনে থাকবে। কাজেই মৃত্যুর পর আত্মা ঘুরাফিরা করার কোনো মানেই হয় না।

সূরা মুতাফফিফীন, আয়াত: ৭-২৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/11880/article-details.html