শরীরে ট্যাটু আঁকা যাবে কি

প্রশ্ন                                                                                                         

বর্তমানের একটি ফ্যাশন হল শরীরে ট্যাটু আঁকা। আমিও চাচ্ছি শরীরে ট্যাটু আঁকতে। এ ব্যাপারে ইসলাম কী বলে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

শরীরে ট্যাটু আঁকা ইসলামি শরিয়তে হারাম। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

لَعَنَ اللهُ الْوَاشِمَاتِ وَالْمُوْتَشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللهِ

‘আল্লাহ লানত করেছেন ঐ সমস্ত নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি (ট্যাটু) অংকণ করে, নিজ শরীরে উল্কি (ট্যাটু) অংকণ করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রুর চুল উপড়িয়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। সে সব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে।’ [সহিহ বুখারি, হাদিস: ৪৮৮৬]

তাছাড় বর্তমানে ডাক্তারী গবেষণা মতে শরীরে ট্যাটু অঙ্কন করা শরীরের জন্য ক্ষতিকরও। কাজেই শরীরে ট্যাটু আঁকানো বৈধ হবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/11805/article-details.html