নারীরা তাদের ইচ্ছেমত সাজসজ্জা করতে পারবে কী

প্রশ্ন                                                                                                         

নারীরা তাদের ইচ্ছেমত সাজসজ্জা করতে পারবে কী?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আল্লাহ তাআলা নারী জাতিকে রূপ-সৌন্দর্য এবং অলংকরণ প্রবণতা দিয়ে সৃষ্টি করেছেন। তাই সাজ-সজ্জা এবং অলংকারের প্রতি রয়েছে তাদের স্বভাবজাত দুর্বলতা। এ কারণে ইসলামি শরিয়তও তাদের এই স্বভাবজাত দুর্বলতার প্রতি লক্ষ রেখে তাদের জন্য শালীন ও সঙ্গত সাজ-সজ্জার অনুমতি দিয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন:

 عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَرِيرُ وَالذَّهَبُ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي وَحِلٌّ لِإِنَاثِهِمْ

‘রেশম ও স্বর্ণ আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, এবং নারীদের জন্য হালাল।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ১০৫১৫]

তবে লক্ষণীয় বিষয় হলো, নারীর এই সাজ-সজ্জা পরপুরুষের জন্য নয়। তাই তার এই অলঙ্কৃত রূপ গায়রে মাহরামের সামনে প্রকাশ করা কিছুতেই জায়েয হবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/11505/article-details.html