وَأَنَا ‌الصِّدِّيقُ ‌الْأَكْبَرُ- হাদিসটি কি সহিহ

প্রশ্ন                                                                                                         

একটি বইয়ে আলী (রা.) থেকে বর্ণিত একটি হাদিস দেখতে পেলাম। সেখানে তিনি নিজের ব্যাপারে বলেছেন, وَأَنَا ‌الصِّدِّيقُ ‌الْأَكْبَرُ। জানতে চাচ্ছি, হাদিসটি কি সহিহ?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

প্রশ্নে বর্ণিত বক্তব্যটি একাধিক হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। নিম্নে সেটি উল্লেখ করা হল।

قَالَ عَلِيٌّ أَنَا عَبْدُ اللَّهِ، وَأَخُو، رَسُولِهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَنَا الصِّدِّيقُ الأَكْبَرُ، لاَ يَقُولُهَا بَعْدِي إِلاَّ كَذَّابٌ صَلَّيْتُ قَبْلَ النَّاسِ بِسَبْعِ سِنِينَ

‘আলী বলেছেন, আমি আল্লাহর বান্দা এবং তাঁর রাসূল (সা.)-এর ভাই। আমি পরম সত্যবাদী। আমার পরে কেবল মিথ্যাবাদীই এই (খেতাব) দাবি করবে। আমি লোকেদের সাত বছর পূর্বেই নামাজ আদায় করেছি।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১২০]

হাদিসের কিতাবে উক্তিটি বর্ণিত হলেও তা মূলত একটি জাল হাদিস। এই উক্তিটি সম্পর্কে মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন। নিম্নে তার কিছু উল্লেখ করা হল।

ইমাম ইবনুল জাওযী (রহ.) বলেন,

‘হাদিসটি মুনকার।’ [আল মাওজুআত ১/৩৪১]

হাফেজে হাদিস শামসুদ্দীন যাহাবী (রহ.) বলেন,

‘হাদিসটি মুনকার। আমি বিশ্বাস করি না যে, আলী (রা.) কখনো এমন কথা বলবেন।’ [তাহযীবু তাযীবীল কামাল ৭/২৬৮, হাদিস: ৫২৮৪]

হাফেজ ইবনে কাসীর (রহ.) বলেন,

‘উক্ত হাদিসটি পুরোটাই মুনকার।’ [আল বিদায়া ওয়ান নিহায়া ১/৪৩২]

এ ছাড়াও অন্যান্য বড় বড় মুহাদ্দিসগণ হাদিসটিকে জাল ও ভিত্তিহীন বলেছেন।

সিলসিলাতু আহাদিসিস যয়ীফা ১০/৬৫১, হাদিস: ৪৯৪৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/11343/article-details.html