হিরার আংটিতে যাকাত আসবে কি

প্রশ্ন                                                                                                         

আমার ওয়াইফের ৪০ হাজার টাকা মূল্যের একটি হিরার আংটি রয়েছে। জানতে চাচ্ছি, সেই আংটির উপর যাকাত আসবে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হিরা যতই মূল্যবান হোক না কেনো, তার উপর কোনো যাকাত আসবে না। হাদিস শরিফে এসেছে,

عن عكرمة، قال: ليس في حجر اللؤلؤ، ولا حجر الزمرد زكاة

‘ইকরিমা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, মণি, মুক্তা ও পান্নাতে কোনো যাকাত নেই।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১০০৬৭]

তবে আংটির রিংয়ে যদি স্বর্ণ থাকে তাহলে সেই স্বর্ণ অন্যান্য নেসাব পরিমাণ সম্পদের সাথে যুক্ত হয়ে যাকাতযোগ্য সম্পদরূপে বিবেচ্য হবে। সেই স্বর্ণের তখন যাকাত দিতে হবে।

আলমুহীতুল বুরহানী ৩/১৫৬; রদ্দুল মুহতার ২/২৯৭; আলবাহরুর রায়েক ২/২২৬, ২/২২৭; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৫৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/11187/article-details.html