জীবদ্দশায় মেয়ে ও স্ত্রীকে সম্পদ লিখে দেওয়া যাবে কি

প্রশ্ন                                                                                                         

আমার সন্তান একজনই। একটি মেয়ে। আমি চাচ্ছি, আমার সকল সম্পত্তি আমার জীবদ্দশায় আমার মেয়ে ও আমার স্ত্রীকে সমান সমান করে ভাগ করে লিখে দিয়ে যাব। জানতে চাচ্ছি, এমনটি করা আমার জন্য বৈধ হবে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ব্যক্তি তার জীবদ্দশায় তার সম্পত্তি যাকে ইচ্ছা তাকেই লিখে দিতে পারে। শরিয়তে এ ব্যাপারে কোনো বিধি নিষেধ নেই। তাফসীরে বায়যাবী এসেছে,

والمالك ‌هو ‌المتصرف ‌في ‌الأعيان المملوكة كيف يشاء من الملك

‘মালিক তার সম্পত্তিতে যেভাবে ইচ্ছা হস্তক্ষেপ করতে পারবে।’ [তাফসীরে বায়যাবী ১/২৮]

সুতরাং আপনার সম্পত্তি আপনার মেয়ে ও স্ত্রীকে যেভাবে ইচ্ছা সেভাবে লিখে দিতে পারবেন। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/10596/article-details.html