আরামের জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন                                                                                                         

আমাদের মসজিদে একজন বৃদ্ধ লোক রয়েছেন। তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম, তবে দাঁড়িয়ে নামাজ পড়লে কিছুটা কষ্ট হয়। এ কারণে তিনি চেয়ারে বসে নামাজ পড়েন। জানতে চাচ্ছি, এভাবে দাঁড়াতে সক্ষম থাকার পরও কি আরামের জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। ওযর ছাড়া তা ত্যাগ করা বৈধ হবে না। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ

‘আর তোমরা (নামাজে) আল্লাহর সামনে বিনীতভাবে দন্ডায়মান হও।’ [সূরা বাকারা, আয়াত: ২৩৮]

কাজেই শুধু আরামের জন্য দাঁড়াতে সক্ষম থাকা অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/10553/article-details.html