وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ হাদিসাংশের ব্যাখ্যা কী

প্রশ্ন                                                                                                         

আমি একটি হাদিসে পেয়েছি, রাসূল (সা.)-এর জন্য নবুওয়াত অবধারিত হয়েছে যখন আদম (আ.) তার শরীর ও রূহের মধ্যে ছিল। জানতে চাচ্ছি, হাদিসের وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ (যখন আদম (আ.) তার শরীর ও রূহের মধ্যে ছিল) অংশটির ব্যাখ্যা কী?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হাদিসটি সুনানে তিরমিযীসহ হাদিসের অন্যান্য কিতাবে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে,

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَتَى وَجَبَتْ لَكَ النُّبُوَّةُ قَالَ ‏وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ

‘আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, লোকেরা প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল! আপনার নবুওয়াত কখন অবধারিত হয়েছে? তিনি বললেন, যখন আদম (আ.) তার শরীর ও রূহের মধ্যে ছিল।’ [সুনানে তিরমিযী, হাদিস: ৩৬০৯]

হাদিসটির وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ (যখন আদম (আ.) তার শরীর ও রূহের মধ্যে ছিল) অংশটির ব্যাখ্যায় সুনানে তিরমিয়ীর প্রসিদ্ধ ব্যাখ্যাকারক আল্লামা মোবারকপুরী (রহ.) লিখেন,

‘অর্থাৎ, রাসূল (সা.)-এর জন্য তখন নবুওয়াত অবধারিত হয় যখন আদম (আ.) মাটি মিশ্রিত ছিলেন। তাঁর মাঝে রূহ ছিল না। অর্থাৎ, তাঁর রূহ তখনো তাঁর শরীরের সাথে যুক্ত হয়নি।’ [তুহফাতুল আহওয়াযী ১০/৫৬]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/10324/article-details.html