কার্টুনের ছবিযুক্ত বাচ্চাদের পোশাক বিক্রি করা যাবে কি

প্রশ্ন                                                                                                         

বাচ্চাদের পোশাকে সাধারণত কার্টুনের ছবি যুক্ত করা থাকে। জানতে চাচ্ছি, এ জাতীয় পোশাক বিক্রি করা যাবে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

প্রাণির ছবি অঙ্কন করা শরিয়তের দৃষ্টিতে হারাম। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,

إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يَوْمَ الْقِيَامَةِ يُعَذَّبُونَ، فَيُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ

‘এই ছবি তৈরীকারীদের কিয়ামতের দিন শাস্তি দেয়া হবে। তাদের বলা হবে, তোমরা যা তৈরী করেছিলে, তা জীবিত কর।’ [সহিহ বুখারি, হাদিস: ২১০৫]

এ কারণে, ফুকাহায়ে কেরামগণ প্রাণির ছবিযুক্ত পোশাক পরিধান করাকেও হারাম বলেছেন। সে হিসেবে বাচ্চাদের পোশাকের কার্টুন যদি প্রাণির আকৃতি বিশিষ্ট হয় তাহলে তা বিক্রি করা যাবে না।

তবে একদল ফকীহের মত হল, বাচ্চারা যেহেতু প্রাণির আকৃতি বিশিষ্ট খেলনা দিয়ে খেলা করতে পারে, তাই তাদের ক্ষেত্রে শরিয়তের বিধান কিছুটা শিথিল হবে। অর্থাৎ তাদেরকে এ জাতীয় পোশাক পরিধান করানো যাবে এবং এ জাতীয় পোশাক বিক্রি করাও বৈধ হবে।

তবে হাদিসে যেহেতু নিষেধাজ্ঞা এসেছে তাই সতর্কতা হল, বাচ্চাদের এ জাতীয় পোশাক বিক্রি করা থেকে বিরত থাকা।

কিন্তু যদি কার্টুন কোনো প্রাণির না হয় তাহলে এ জাতীয় পোশাক বিক্রি করা যাবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/10160/article-details.html