নবিরা কি ঘামে হাবুডুবু খাবে

প্রশ্ন                                                                                                         

কিছুদিন আগে একজন বক্তার মুখে শুনলাম, হাশরের ময়দানে প্রত্যেক ব্যক্তি প্রখর সূর্যতাপের কারণে ঘামে হাবুডুবু খাবে। আমার প্রশ্ন হল, নবিরাও কি ঘামে হাবুডুবু খাবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হাশরের ময়দানে প্রত্যেক ব্যক্তি তাদের গুনাহ অনুপাতে তাদের ঘামে হাবুডুবু খাবে। কারো ঘাম হবে পায়ের গোড়ালী পর্যন্ত। কারো হবে হাঁটু পর্যন্ত। কারো হবে কোমর পর্যন্ত। আবার কারো হবে মুখ পর্যন্ত। হাদিস শরিফে এসেছে,

‘মিকদাদ (রা.) বলেন, আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি, কিয়ামত দিবসে সূর্যকে মানুষের এত নিকটে আনা হবে যে, তা মাত্র এক অথবা দুই মাইল ব্যবধানে থাকবে। সুলাইম ইবনু আমির (রহ.) বলেন, আমি জানি না উক্ত মাইল দ্বারা যমীনের দূরত্ব জ্ঞাপক মাইল বুঝানো হয়েছে, না চোখে সুরমা লাগানোর শলাকা বুঝানো হয়েছে। তিনি বলেন, সূর্য তাদের গলিয়ে দেবে। তারা তখন নিজেদের আমল (গুনাহ) অনুপাতে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আর তা কারো পায়ের গোড়ালী পর্যন্ত, কারো হাটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত এবং কারো মুখ পর্যন্ত ঘাম পৌছে লাগামের মতো বেষ্টন করবে। এই কথা বলার পর রাসূল (সা.) তার হাত দ্বারা মুখের দিকে ইশারা করেন, অর্থাৎ লাগামের মতো বেষ্টন করাকে বুঝালেন।’ [সুনানে তিরমিযী, হাদিস: ২৪২১]

উক্ত হাদিস থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে, যাদের গুনাহ আছে তারাই একমাত্র তাদের গুনাহ পরিমাণ ঘামে হাবুডুবু খাবে। আর যাদের কোনো গুনাহ থাকবে না তারা ঘামে হাবুডুবুও খাবে না। যেহেতু নবিরা সকলে গুনাহ থেকে নিষ্পাপ হয়ে থাকেন তাই তাঁরা হাশরের ময়দানে ঘামে হাবুডুবু খাবেন না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/10054/article-details.html