মেয়েদের জন্য প্যান্ট-শার্ট এবং গেঞ্জি পরা জায়েয আছে কি

প্রশ্ন                                                                                                         

মেয়েদের জন্য প্যান্ট-শার্ট এবং গেঞ্জি পরা জায়েয আছে কি ?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

প্যান্ট, শার্ট এবং গেঞ্জি মূলত পুরুষের পোশাক। আর পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ পোশাক পরা নারীদের জন্য হারাম এবং লা‘নতের কারণ। হাদিস শরিফে এসেছে-

‘ইবনে আব্বার (রা.) বলেন, রাসূল (সা.) নারীর সাদৃশ্য অবলম্বনকারী পুরুষ এবং পুরুষের সাদৃশ্য অবলম্বনকারিণী নারীর উপর লা‘নত করেছেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৮৮৫]

তাই নারীদের জন্য প্যান্ট, শার্ট বা গেঞ্জি পরা জায়েয নেই। অবশ্য যদি স্বাভাবিক জামার ভিতরে নারীদের উদ্দেশ্যে বানানো গেঞ্জি পরে তাহলে অসুবিধা নেই।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/9793/article-details.html