পুরুষের জন্য সোনালি কালারের ফ্রেম ব্যবহার করা কি বৈধ

প্রশ্ন                                                                                                         

পুরুষের জন্য সোনালি রঙের ঘড়ি বা চশমার ফ্রেম ব্যবহারের হুকুম কী ?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

শুধু স্বর্ণের রঙ হলে পুরুষের জন্য এ ধরনের ঘড়ি বা চশমার ফ্রেম ব্যবহার করতে সমস্যা নেই। তবে সরাসরি স্বর্ণের হলে তা ব্যবহার করা পুরুষের জন্য কিছুতেই বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

‘তোমরা সোনা-রুপার পাত্রে পানাহার কোরো না। কেননা এগুলো দুনিয়াতে কাফিরদের জন্য আর তোমাদের জন্য জান্নাতে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫২২০]

আলফাতাওয়াল হিন্দিয়্যাহ ৫/৩৫৮, কিতাবুল ফাতাওয়া ৬/১৪৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/9777/article-details.html