ঈদের দিন নতুন কাপড় পরা কি জরুরি
প্রশ্ন
ঈদের দিন নতুন কাপড় পরা কি জরুরি? আমার যদি নতুন কাপড় না থাকে তাহলে আমি কী করব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাদের সামর্থ্য আছে তাদের জন্য ঈদের দিন নতুন কাপড় পরা মুস্তাহাব। আর যাদের নতুন কাপড়ের ব্যবস্থা করার সামর্থ্য নেই তারা তাদের পুরনো কাপড়গুলোই পরিষ্কার করে পড়বে। হাদিস শরিফে এসেছে-
عن ابن عباس قال:كان رسول الله صلى الله عليه و سلم يلبس يوم العيد بردة حمراء
‘রাসূল (সা.) ঈদের দিন লাল চাদর পরতেন।’ [তাবারানী আওসাত, মাযমাউয যাওয়ায়েদ, হাদিস: ৩২০৮]
যাদুল মাআদ ১/২৬৪, রদ্দুল মুহতার ২/১৬৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/9717/article-details.html