প্রশ্ন
জনৈক ব্যক্তি আমার গীবত করে থাকে। এক্ষেত্রে আমার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উক্ত ব্যক্তি যে বিষয়টি নিয়ে আপনার গীবত করে থাকে তা যদি আপনার মাঝে না থাকে তাহলে তা সুস্পষ্ট অপবাদ হচ্ছে। শরিয়তের দৃষ্টিতে যা ঘৃণ্যতম একটি অপরাধ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
‘তুমি তার সম্পর্কে যা বলছ তা যদি তার মধ্যে থাকে তাহলেই তুমি তার গীবত করলে। আর যদি তা তার মধ্যে না থাকে তা হলে তো তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৬৩৫৭]
এক্ষেত্রে আপনার করণীয় সবর করা এবং আল্লাহ তাআলার কাছে তার সংশোধনের জন্য দোয়া করা। এই সবর আপনার গুনাহ মাফের ওসিলা হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ وَلاَ هَمٍّ وَلاَ حُزْنٍ وَلاَ أَذًى وَلاَ غَمٍّ حَتّٰى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلاَّ كَفَّرَ اللهُ بِهَا مِنْ خَطَايَاهُ
‘মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট ক্লেশ, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানী আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফুটে, এ সবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৬৪১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9457/article-details.html