প্রশ্ন
কিছুদিন আগে আমি একটি বইয়ে পেলাম, সকল বস্তু সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা রাসূল (সা.)-এর নূরকে সৃষ্টি করেছেন। উক্ত বইয়ে এই বিষয়টিকে হাদিস বলে আখ্যায়িত করা হয়েছে। জানতে চাচ্ছি, আসলেই কি রাসূল (সা.)-এর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সর্বপ্রথম রাসূল (সা.)-এর নূর সৃষ্টি সম্পর্কিত যে হাদিসটির কথা বিভিন্ন বইয়ে বলা হয়ে, মুহাদ্দিসগণ সেটিকে জাল বলেছেন। আব্দুল্লাহ ইবনে সিদ্দীক আলগুমারী (রহ.) তার কিতাবে হাদিসটি উল্লেখ করার পর লিখেন,
‘হাদিসটি মুনকার ও জাল। কোনো হাদিসের কিতাবে এর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।’ [মুরশিদুল হাইর লিবায়ানি ওয়াযই হাদিসি জাবির, পৃ. ১১]
আল্লামা সূয়ুতী (রহ.) লিখেন,
‘হাদিসটির নির্ভরযোগ্য কোনো সনদ নেই।’ [আল হাওয়ী লিল ফাতওয়া ১/৩৮৬]
সুতরাং আপনার পঠিত কিতাবে সেটিকে হাদিস হিসেবে আখ্যায়িত করা হলেও তা একটি জাল ও বানোয়াট হাদিস।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9451/article-details.html