প্রশ্ন
স্ত্রী যদি তালাকের ক্ষমতাপ্রাপ্ত হয়ে স্বামীকে তালাক দেয় তাহলে তার গুনাহ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তালাকের ক্ষমতাপ্রাপ্ত স্ত্রী যদি বিনা প্রয়োজনে স্বামীর কাছ থেকে তালাক নেয় তাহলে সে গুনাহগার হবে। হাদিস শরিফে এসেছে,
عن ثوبان رضى الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أيما امرأة سألت زوجها طلاقا فى غير مابأس فحرام عليها رائحة الجنة
‘সাউবান (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) ইরশাদ করেছেন, যে মহিলা অহেতুক স্বামীর কাছে তালাক চায় তার জন্য জান্নাতের সুঘ্রাণ হারাম হয়ে যায়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২২২৬]
তবে যদি প্রয়োজনের কারণে তালাক নেয় তাহলে গুনাহ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9306/article-details.html