প্রশ্ন
পুরুষদের চার বিয়ের বৈধতা সম্পর্কে কোনো হাদিস আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, পুরুষদের চার বিয়ের বৈধতা সম্পর্কে অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে। নিম্নে কয়েকটি উল্লেখ করা হল। হাদিস শরিফে এসেছে,
عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّهُ رَأَى رَجُلًا كَانَ يُقَالُ لَهُ غَيْلَانُ بْنُ سَلَمَةَ الثَّقَفِيُّ كَانَ تَحْتَهُ فِي الْجَاهِلِيَّةِ عَشْرُ نِسْوَةٍ، فَأَسْلَمَ وَأَسْلَمْنَ مَعَهُ، فَأَمَرَهُ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَخَيَّرَ مِنْهُنَّ أَرْبَعًا
‘সালেম (রহ.) তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, তিনি গায়লান ইবনে সালামা নামে এক ব্যক্তিকে দেখেছেন। জাহেলী যুগে তার দশজন স্ত্রী ছিল। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তার সাথে তার স্ত্রীরাও ইসলাম গ্রহণ করে। তখন রাসূল (সা.) তাকে তাদের মধ্য হতে যে কোনো চারজন স্ত্রী গ্রহণ করতে বলেন।’ [সুনানে কুবরা, হাদিস: ১৩৮৪৫]
আরেক হাদিসে এসেছে,
عَنْ قَيْسِ بْنِ الْحَارِثِ، قَالَ: أَسْلَمْتُ وَعِنْدِي ثَمَانِ نِسْوَةٍ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: اخْتَرْ مِنْهُنَّ أَرْبَعًا
‘কায়স ইবনে হারেস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ইসলাম গ্রহণকালে আমার অধীনে আট জন স্ত্রী ছিল। যখন আমি রাসূল (সা.)-এর কাছে আসলাম তিনি আমাকে বললেন, তাদের মধ্য হতে যে কোনো চারজনকে বাছাই করে নাও।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৯৫২]
এছাড়াও আরো অসংখ্য হাদিস এ সম্পর্কে রয়েছে।
সুনানে কুবরা, হাদিস: ১৩৮৪৮; সুনানে কুবরা, হাদিস: ১৩৮৪৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9277/article-details.html