প্রশ্ন
স্বামী তার স্ত্রীর যোনীতে মুখ দিতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামী তার স্ত্রীর যোনীতে মুখ দিতে পারবে কিনা, এ নিয়ে ফুকাহায়ে কেরামের দ্বিমত রয়েছে। তবে গ্রহণযোগ্য অভিমত হল, কাজটি মাকরূহ হবে। কারণ, স্ত্রীকে আদর আহলাদের সময় স্বভাবতই যোনী থেকে রস নিঃসৃত হবে যা নাপাক। সে অবস্থায় যোনীতে মুখ দিলে মুখে নাপাক চলে যাওয়ার প্রবল সম্ভবনা থাকে।
তাছাড়া মুখ দ্বারা আল্লাহর জিকির করা হয়। কাজেই নাপাক স্থানে তা ব্যবহার না করাই যুক্তিযুক্ত। সুতরাং এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই কাম্য।
আল মুহীতুল বুরহানী ৮/১৩৪; ফাতওয়া হিন্দিয়া ৫/৩৭২; মাওয়াহিবুল জালিল ৩/৪০৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9255/article-details.html