প্রশ্ন
কিছুদিন আগে আমি আসরের নামাজ পড়ছিলাম। আমার উপর সাহু সেজদা আবশ্যক ছিল। কিন্তু সাহু সেজদা না করেই নামাজ শেষ করি। একদিন পর বিষয়টি মনে পরে। প্রশ্ন হল, আমার কি ঐ দিনের আসরের নামাজ আবার পড়তে হবে, নাকি নামাজ হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজে ভুল হলে সাহু সেজদা দেওয়া আবশ্যক। হাদিস শরিফে এসেছে,
عن الشعبي، قال: من زاد في الركعتين الأوليين على التشهد، فعليه سجدتا السهو
‘শাবী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি প্রথম বৈঠকে তাশাহুদের চেয়ে অতিরিক্ত কিছু পড়ে তাহলে তার সাহু সেজদা দিতে হবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৩০৩৯]
কোনো ব্যক্তি যদি সাহু সেজদা দিতে ভুলে যায় তাহলে বিধান হল, সালাম ফিরানোর পর নামাজ বিরোধী কোনো কাজ না করে থাকলে সাথে সাথে সাহু সেজদা দিয়ে নামাজ শেষ করবে। কিন্তু যদি তখনও মনে না থাকে এবং মসজিদ থেকে বের হয়ে যায় বা দীর্ঘ সময় পর মনে পড়ে তাহলে নামাজটি পুনরায় পড়ে নিতে হবে।
সুতরাং আপনি যেহেতু সাহু সেজদা করেননি তাই আপনার সেদিনের আসরের নামাজ শুদ্ধ হয়নি। পুনরায় তা কাযা করে নিতে হবে।
রদ্দুল মুহতার ৩/৫৩২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9251/article-details.html