প্রশ্ন
পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে কত হিজরিতে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে মেরাজের রাত্রিতে। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ فُرِضَتْ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ الصَّلَوَاتُ خَمْسِينَ ثُمَّ نُقِصَتْ حَتَّى جُعِلَتْ خَمْسًا ثُمَّ نُودِيَ يَا مُحَمَّدُ إِنَّهُ لاَ يُبَدَّلُ الْقَوْلُ لَدَىَّ وَإِنَّ لَكَ بِهَذِهِ الْخَمْسِ خَمْسِينَ
‘আনাস ইবনে মালিক (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, মিরাজের রাতে রাসূল (সা.)-র উপর পঞ্চাশ ওয়াক্ত নামায ফরজ করা হয়েছিল। অতঃপর তা কমাতে কমাতে পাঁচ ওয়াক্তে সীমাবদ্ধ করা হয়। অতঃপর ঘোষণা করা হল, হে মুহাম্মাদ! আমার নিকট কথার কোনো অদল বদল নাই। তোমার জন্য এই পাঁচ ওয়াক্তের মধ্যে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব রয়েছে।’ [সুনানে তিরমিযী, হাদিস: ২১৩]
ঐতিহাসিকদের মতে মেরাজের ঘটনা কবে সংঘটিত হয়েছিল তা নিয়ে মতভেদ রয়েছে। কারো মতে নবুওত প্রাপ্তির পঞ্চম বছরে, আর কারো মতে দশম বছরে।
শরহুন নববি ১/৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9209/article-details.html