প্রশ্ন
পাক পাঞ্জাতনের আকীদা রাখা কি শরিয়ত সম্মত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পাক পাঞ্জাতনের আকীদা শিয়া সম্প্রদায়ের একটি ভ্রান্ত আকীদা। এর মাধ্যমে তারা রাসূল (সা.), আলী (রা.), ফাতেমা (রা.), হাসান (রা.) ও হুসাইন (রা.)-কেই একমাত্র নাজাতের উসিলা মনে করে। পাশাপাশি এই পাঁচ ব্যক্তিত্বকে শুধু তারা পবিত্র মনে করে। আর অন্যান্য সাহাবায়ে কেরামের প্রতি অপবিত্রতার ইঙ্গিত করে থাকে। এটি সাহাবায়ে কেরামের অবমাননা ছাড়া আর কিছুই নয়। অথচ রাসূল (সা.) সাহাবায়ে কেরামকে গালি গালাজ ও অবমাননা করতে নিষেধ করেছেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
لَا تَسُبُّوْا أَصْحَابِيْ فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ
‘তোমরা আমার সাহাবীগণকে গালমন্দ কর না। তোমাদের কেউ যদি উহুদ পর্বত পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় ব্যয় কর, তবুও তাদের এক মুদ বা অর্ধ মুদ-এর সমপরিমাণ সওয়াব হবে না।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৬৭৩]
সুতরাং পাক পাঞ্জাতনের আকীদা একটি ভ্রান্ত ও গোমরাহ আকীদা। একজন প্রকৃত মুসলমানের জন্য এ জাতীয় আকীদা পোষণ করা কোনোক্রমেই বৈধ নয়।
সহিহ মুসলিম, হাদিস: ২৫৪০; শরহে আকাইদ পৃ. ১১৬; শরহুল ফিকহিল আকবার পৃ. ৭১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9137/article-details.html