প্রশ্ন
আমাদের এলাকায় এক ব্যক্তি ধর্মের নামে বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে থাকে। এতে মানুষেরা বিভ্রান্তিতে পতিত হচ্ছে। দোষচর্চা ইসলামে হারাম জানি। প্রশ্ন হল, মানুষকে এই ব্যক্তির ক্ষতি থেকে বাঁচানোর জন্য তার দোষচর্চা করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দ্বীনী প্রয়োজনে কারো দোষ প্রকাশ করা দূষনীয় নয়। কারণ, এটি শরিয়ত নিষিদ্ধ গীবতের অন্তর্ভুক্ত নয়। ইমাম আহমাদ (রহ.) এর পুত্র বলেন:
عبد الله بن أحمد بن حنبل: جاء أبو تراب النخشبي إلى أبي فجعل أبي يقول: فلان ضعيف، فلان ثقة. فقال أبو تراب يا شيخ لا تغتاب العلماء، فالتفت أبي إليه. فقال له: ويحك هذه نصيحة، ليس هذا غيبة
‘আবু তুরাব এসে আমার পিতাকে দেখতে পেলেন যে, তিনি বলছেন: অমুক দুর্বল। অমুক সিকাহ। তখন আবু তুরাব বললেন: হে শায়খ আপনি আলেমদের গীবত করবেন না। এ কথা শুনে আমার পিতা তার দিকে তাকিয়ে বললেন: আরে! এগুলো নসীহত। গীবত নয়।’ [তারীখে বাগদাদ ১২/৩১৬]
সুতরাং, দ্বীনী খাতিরে আপনার উক্ত ব্যক্তির দোষ মানুষের সামনে প্রকাশ করতে পারবেন।
রূহুল মাআনী ২৬/১৬১, আদ্দুররুল মুখতার ৬/৪০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9127/article-details.html