প্রশ্ন
আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব গরিব। এলাকার এক ব্যক্তি তাকে বদলি হজ্বে পাঠাতে চাচ্ছেন। প্রশ্ন হল, ইমাম সাহেবকে বদলি হজ্বে পাঠানো যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যার উপর হজ্ব ফরজ হয়নি তাকে বদলি হজ্বে পাঠানো ঠিক নয়। আল্লামা জাসসাস তার কিতাবে লিখেন,
وقد اختلف فى حج الفقير، فقال أصحابنا والشافعى: لا حج عليه
‘গরিব ব্যক্তির হজ্বের ব্যাপারে মতভেদ রয়েছে। হানাফী ও শাফেয়ী আলেমগণ বলেন, তার উপর হজ্ব নেই।’ [আহকামুল কুরআন, জাসসাস ২/২৫]
এরপরও যদি তাকে বদলি হজ্বে পাঠানো হয় তাহলে বদলি হজ্ব আদায় হয়ে যাবে।
ফাতহুল ক্বাদীর ২/৪১০; আদদুররুল মুখতার ২/৬০৭; বাদায়েউস সানায়ে ২/৪৫৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9095/article-details.html